অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করার সহজ উপায় (পূর্ণাঙ্গ গাইডলাইন ২০২২) | ছবি বিক্রির ওয়েবসাইট সহ মোবাইল ফটোগ্রাফি করে আয়

অনলাইনে ছবি বিক্রি করে আয় করুন । how to earn money by selling Photos । Shutterstock থেকে আয়

অনলাইনে ছবি বিক্রি করে আয় করুন । how to earn money by selling Photos । Shutterstock থেকে আয়

হায় বন্ধুরা কেমন আছেন, নিশ্চয়ই ভালো আছেন? PROBD420 ব্লগ সাইটের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এই লেখাটির মাধ্যমে আমি আপনার আরও একটা নতুন বিষয় জানাবো। আপনি হয়তো আর্টিকেল লিখে আয় করার কথা শুনেছেন, ভিডিও তৈরি করে আয় করার কথা শুনেছেন, এড দেখে আয় করার কথা শুনেছেন কিন্তু আপনার তোলা ছবি বিক্রি করে আয়ের কথা কি শুনেছেন? আমি শিওর আপনি এটা প্রথম শুনলেন। তো যাইহোক প্রথম শোনেন বা আগে শোনেন সেটা কোন বড়ো কথা নয়। বড়ো কথা হলো আজ আমি বলে দিবো কিভাবে আপনার মোবাইল দিয়ে তোলা ছবি বিক্রি করে কিভাবে আয় করবেন। 

বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ছবি তুলতে ভালোবাসে এবং সেই সাথে অনেক ভালোমানের ছবি তুলতে পারে তাদের জন্য সুখবর কারন আপনার তোলা ছবি গুলো বিক্রি করে টাকা কামাকে পারেন।

তো প্রশ্ন হলো এ ছবি কিভাবে বিক্রি করবো? ছবি বিক্রি করে কি পরিমাণ টাকা আয় করা যেতে পারে? এই সব ছবি কেনও কিনবে আর কারা ই বা কিনবে?

এই সব প্রশ্নের উত্তর আজ আমি খুব ক্লিয়ার ভাবে দেব। আরও সাথে বলে দবো কোন কোন মার্কেট গুলোতে এ ছবি বিক্রি হবে৷ এমন কি বাংলাদেশ থেকে সম্ভব কি না?

2022 সালে ছবি বিক্রি করে টাকা আয় করার সহজ উপায় কীঃ

বন্ধু আপনি হয়তো জানেন যে কপিরাইট ফ্রী ছবি কোথায় পাওয়া যায়। যদি না জেনে থাকেন তবে বলি বিভিন্ন স্টক ইমেজ সাইট রয়েছে সেসব স্টক ইমেজ সাইট গুলোতে কপিরাইট ফ্রী ছবি পাওয়া যায়। স্টক ইমেজ সাইট গুলোতে ছবি গুলো মুলত আপনার আমার মতো মানুষ বিভিন্ন প্রকার ছবি তুলে আপলোড করে দেয়। যাতে কারো ছবি প্রয়োজন হলে সেখান থেকে কিনে নিতে পারে৷

তো বিষয় টা হলো আপনার যদি ফটোগ্রাফি করতে ভালো লাগে আর যদি একটা ফোন বা একটা ক্যামেরা থাকে তবে আপনি ছবি বিক্রির কাজটি খুব সুন্দর ভাবে করতে পারবেন। প্রথমত আপরি ছবি সংগ্রহ করবেন অর্থাৎ বিভিন্ন প্রকার ছবি তুলবেন যে কোন কিছুর কিন্তু সেটা অর্থপূর্ণ হতে হবে। হিজিবিজি ছবি হলে হবে না। অবশ্যই মানসম্মত এবং কোয়ালিটি ফুল ছবি তুলতে হবে। 

ছবি সংগ্রহ করা হলে স্টক ইমেজ সাইটে একাউন্ট করবেন এবং সেই একাউন্টে ছবি গুলো আপলোড করবেন এবং লিখে দিবেন কোনটা কি ছবি। এরপর স্টক ইমেজ সাইট থেকে আপনার সব ছবি রিভিউ করা হবে যদি ছবি কোয়ালিটি ফুল হয় তবে তারা ছবি গুলো এক্সেপ্ট করবে। যখনই এপ্রুভ হয়ে যাবে বুঝতে হবে ছবি গুলো বিক্রি হবার জন্য মার্কেটে উঠানো হয়েছে। এরপর যখন ছবি বিক্রি হবে আপনার একাউন্টে কমিশন যুক্ত হতে থাকবে। 

ছবি বিক্রি করে কতো টাকা আয় করা সম্ভবঃ

এক কথায় বলতে গেলে ছবি বিক্রি করে আনলিমিটেড টাকা আয় করা সম্ভব। আপনি যদি সঠিক পরিশ্রম করেন এবং প্রতিদিন নতুন নতুন ছবি তোলেন তবে আপনার ছবি বিক্রি হবে৷ আপনি যদি একট বা দুইটা ছবি আপলোড করে বিক্রির জন্য অপেক্ষা করেন তবে কোন ভরসা নেই।

আপনার আপলোড করা একটা ছবি বিক্রি হলে বিক্রি টাকার ২৫-৩০% আপনি পাবেন বাকিটা স্টক ইমেজ সাইট রেখে দিবে। তো ধরুন আপনার একটা ছবি যদি ১ ডলারে বিক্রি হয় তবে আপনি ০.২৫/০.৩০ সেন্ট পাবেন। যদি একটি ছবি এক দিনে ৫০ বার বিক্রি হয় তবে আপনি ০.৩০×৫০= ১৫০০ অর্থৎ ১৫ ডলার হবে। এবং যদি এটা মাসের হিসাব করেন ১৫×৩০= ৪৫০ ডলার।

এটা যদি বাংলাদেশের টাকায় হিসাব করেন তবে ৪৫০ × ৮০ = ৩৬০০০ টাকা। তো ভাই চিন্তা করে দেখেন আপনার সখের পাশাপাশি কতো টাকা আয় করা সম্ভব। যদি আপনি রেগুলার ছবি তোলেন আর আপলোড করেন তবে কি পরিমাণ টাকা আয় করা সম্ভব আপনি ভেবে দেখুন। এটা সত্যি মজার কাজ আপনার ফটোগ্রাফি সখ টা পুরোন হলো সাথে টাকা ও আর্নিং হলো।

ছবি কারা কিনবে আর কেনইবা কিনবে? 

ভাই আপনার তোলা ছবি গুলো অনেক বড়ো বড়ো কোম্পানি কিনে নেবে। এমনকি ব্লগার রা তাদের ব্লগ ওয়েব সাইটে ব্যবহার করার জন্য কিনে নিবে।

এখন আপনি ভাবতে পারেন গুগলে তো ছবির অভাব নেই তবে আমার ছবি কেনও কিনবে?

ভাই আপনার ছবি বিদেশি কোম্পানি গুলো কিনে নিবে। তার কারন গুগোলে থাকা ছবি তারা প্রফেশনাল কাজে ব্যাবহার করে না। কারনে এতে কপিরাইট হতে পারে। আপনি হয়তো জানেন না উন্নত কান্ট্রি গুলোতে কপিরাইট আইন ভঙ্গ করা কতো বড়ো অপরাধ৷ এর জন্য জেল জরিমানা হতে পারে৷ তো শুধু শুধু বড়বড় কোম্পানি গুলো কেনও এই ঝামেলায় যাবে।  তাই তারা স্টক ইমেজ সাইট গুলো থেকে পছন্দের ছবি কিনে নেয়। ভাই আপনি হয়তো বুঝবেন না কারন আমি বা আপনি আমাদের প্রয়োজনে গুগুল থেকে ডাউনলোড করে ছবি ব্যবহার করে থাকি তাই আমাদের ধারণাই নেই কেনও ছবি কিনবে।

বেস্ট কিছু স্টক ইমেজ সাইটঃ

১) Shutterstock.com

২) Fotolia.com

৩) Alamy.com

৪) Gettyimages.com

৫) iStockPhoto.com

৬) Dreamstime.com

এই সাইট গুলোতে একাউন্ট করতে পারেন। আশাকরি এই সাইট গুলোতে পেমেন্ট নিয়ে কোন সমস্যা হবে না। আর অবশ্যই আপনার ছবি তোলার দক্ষতা থাকতে হবে। ছবি কোয়ালিটি ফুল না হলে ছবি এপ্রুভ করবে না আর এপ্রুভ করলেও কেউ কিনবে না। একদিনে যেমন ইনকাম হয় না তেমনি একদিনে খুভ সুন্দর ছবি হবে না। ভালোভালো ছবি তুলতে থাকুন এবং আপলোড দিতে থকুন দেখবেন হটাৎ করে আপনার ছবিও বিক্রি হওয়া শুরু হয়েছে। কোন ছবি কোন কাজে লেগে যাবে বলা যায় না সব ধরনের ছবি তুলুন।

আমি আশাকরি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি কিভাবে নিজের হাতে তোলা ছবি বিক্রি করে ইনকাম করবেন। যদি এই কাজটি আপনি করা শুরু করেন তবে একটা কমেন করে দিবেন তবে বুঝবো আজ থেকে ফটোগ্রাফি করা শুরু করছেন।

ধন্যবাদ!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top