কিভাবে নিজের জন্য একটি সেরা Joggers কিনবেন? How to buy best joggers for a men in 2022?

“জোগার্স কিংবা Sweat Pant”

আপনি যদি এমন ক্যাটাগরিতে প্যান্ট খোজেন যেটি অত্যন্ত Comfortable হওয়ার সাথে সাথে অনেক ভার্সাটাইল এবং স্টাইলিস্ট হবে তাহলে Joggers আপনার জন্য একটি বেস্ট অপশন। এটি হচ্ছে এমন একটি প্যান্ট যে টির দাম তুলনামুলক কম কিন্তু এটিকে বিভিন্ন রকম ভাবে স্টাইল করা যায়। মোট কথা একটি Joggers হলো লো-বাজেট স্টাইলিস্ট মাস্টার পিস। তো বন্ধুরা আজকের এই লেখাটি সুধু মাত্র Joggers-র উপর। এখানে আপনি জানতে পারবেন Joggers কাকে বলে বা কি? জোগার্সের রং, জোগার্সের ফিটিং, Joggers কোথা থেকে কিনবেন? এমন কি কেমন জোগার্স কিনবেন না, আরও অনেক কিছু।

No-1: Joggers কাকে বলে?

Joggers হলো এক ধরনের সোয়েট প্যান্ট। Upper অর্থাৎ বডিতে যে ক্লথ টি কে সোয়েট শার্ট নামে চিনি লোয়ারে অর্থাৎ নিচে ঠিক সেই কাপড় দিয়ে তৈরি প্যান্ট-ই হচ্ছে জোগার্স। কাজেই জোগার্স কে আপনি সোয়েট প্যান্ট ও বলতে পারেন। এই জোগার্স এর নিচের দিকে অর্থাৎ পায়ের দিকে রাবারের স্টেপ থাকে। যে গুলো ট্রাউজার প্যান্টে থাকে না। এমনকি এর সাথে এটির মাজায় ফিতা এবং জিফারও থাকে।

No-2: Joggers এর ফিটিং

জোগার্সের ফিটিং মুলত বডির তিন জায়গাতে হয়ে থাকে সেগুলো হলোঃ

  1. Length
  2. Waist &
  3. Thighs

সো সবার প্রথমে জোগার্সের Length কিংবা দৈর্ঘ্য নিয়ে আলোচনা করবো। জোগার্সের লেন্থ হবে আপনি যদি কোন কের্স পরেন সেটি যেখান থেকে শুরু হয়েছে সেখান পর্যন্ত। অথবা পায়ের নিচের দিকে যে উচু হাড়টি রয়েছে যেটাকে আমরা টাকলু বলি জোগার্সের লেন্থ ঠিক সে পর্যন্ত হবে বা, এর থেকে একটু বেশি হলেও সমস্যা নেই। তবে সেটি যদি আপনার পায়ের টাকলু এর উপরে হয় তাহলে সে জোগার্স টি আপনার জন্য শর্ট।

Joggers এর Waist / কোমর

জোগার্সের কোমর হবে একদম নরমাল। মানে সেটি অত্যাধিক লুস ও হবে না কিংবা সেটি অত্যাধিক টাইটও হবে না। তারপরও আপনাদের একটা টেকনিক এর কথা বলছি সেটি হলে জোগার্স টি পরার পর কোমরের মধ্যে যদি একটি আঙুল মোটামুটি টাইট ভাবে ঢোকে কিংবা শুধুমাত্র একটা আঙুল ঢোকে তাহলে সে জোগার্স টি আপনার জন্য টাইট। আর যদি জোগার্সের কোমরের মধ্যে দুইটা আঙুল খুব ভালোভাবে ঢুকে যায় তবে সেই জোগার্সটি আপনার জন্য পারফেক্ট। আবার সেই জোগার্সের মধ্যে তিনটি আঙুল ঢোকে কিংবা এর বেশি আঙুল ঢোকে তবে সেই জোগার্স টি আপনার জন্য লুস। সো আপনি এই পদ্ধতি অবলম্বন করে সেরা জোগার্সের কোমর নির্ধারণ করতে পারেন। তবে মনে হয় না যে জোগার্সের কোমর নিয়ে আপনাদের ততোটা সমস্যা হবে কারন জোগার্সের কোমরের মধ্যে ফিতা থাকে। কাজেই জোগার্স কোমরে একটু লুসও হয় তারপরও ফিতা দিয়ে টাইট করে নিতে পারবেন নিজের মতো করে।

Joggers এর Thighs

জোগার্স সব সময় থাই এরিয়াতে হালকা লুস হয়ে থাকবে এবং থাইয়ের নিচের অংশটাতে কিংবা হাটুর নিচের অংশটিতে টাইট হয়ে থাকবে। আর আপনার জোগার্স টি ঠিক এরকম ফিটিং হয় তবে জোগার্সটি আপনার জন্য একদম পারফেক্ট। আসাকরি এই তিনটি বিষয় ক্লিয়ার হয়েছেন এবং বুঝতে পেরেছেন।

No-3: Joggers এর Color / রং

বর্তমানে মার্কেটে কিন্তু অনেক অনেক রকম কালারের জোগার্স পাওয়া যায় যেমন, রেড, পিং, ব্লু, ইয়েলো, গ্রিন, পারপেল, অরেঞ ইত্যাদি ইত্যাদি। তবে আপনাকে তিনটি বেস্ট জোগার্সের কালার বলবো। যে কালার গুলো এতো বেশি স্টান্ডার্ড যে আপনি সে কালার গুলোকে সকল প্রকার আউটলুকের সাথে ম্যাচ করতে পারবেন। সেগুলো হলোঃ নম্বর ওয়ান ব্লাক, নম্বর টু নেভি ব্লু, এবং নম্বর থ্রি গ্রে এই তিনটি কালার জোগার্স জগতের সব থেকে বেশি ডিমান্ডিং এবং স্টানডার্ড কালার। যদি আপনার কাছে এই তিনটি কালারের জোগার্স না থাকে তাহলে অবশ্য অবশ্য সর্ব প্রথম এই তিনটি কালারের জোগার্স কেনা উচিৎ। কারন এই তিনটি কালারের জোগার্স সকল প্রকার আউটপুটের সাথে পরতে পারবেন এবং এগুলো খুব সহজে ম্যাচ হয়ে যাবে।

No-4: কেমন জোগার্স কিনবেন না?

প্রথমত, কখনোই কার্টুন প্রিন্টের জোগার্স কিনবেন না। কারন আপনি যদি কার্টুন কিংবা স্টিকার প্রিন্টের জোগার্স বা, কাপড় পরেন তাহলে আপনাকে আসলেই বাচ্চাদের মতো লাগবে। কারন বাচ্চারা এমন কাপড় পরতে পছন্দ করে। আর এটা ১০০% সঠিক যে আপনি আপনাকে একটি ছোট্ট বাচ্চা হিসেবে পরিচয় দিতে চান না। যদি এমনটি হয়ে থাকে তবে এই ধরনের জোগার্স থেকে সব সময় দুরে থাকবেন।

দ্বিতীয়ত ডিজাইন প্রিন্টেড, বজারে এমন অনেক জোগার্স রয়েছে যেগুলোতে উদ্ভট উদ্ভট ডিজাইন করা থাকে। যা দেখতে একেবারে ভালোলাগে না। আর এমনকি ওভারঅল লুক টাকে একদম নষ্ট করে দেয়। কাজেই আপনি যদি ভুলেও ডিজাইন ওলা জোগার্স কেনেন তবে ভালোভাবে পরতেই পারবেন না কারন এটি কোনো প্রকার আউটপুটের সাথে ম্যাচ করে না। এছাড়া আপনি অবশ্য ডিজাইন ওলা জোগার্স পরতে পারেন কিন্তু ডানপাশের ছবিতে দেওয়া ডিজাইন ওলা জোগার্স পরতে পারেন। এই ধরনের সিম্পল ডিজাইন জোগার্সের লুক আরো অ্যাট্রেক্টিভ করে তোলে।

তৃতীয়ত লোগো প্রিন্টেড, এখন অনেকেই রয়েছে যারা কপি জোগার্স কেনে বা, পরে। কিন্তু ভাই মানুষ এখন অতটা বোকা নেই যে আসল আর নকলের পার্থক্য বোঝে না। আর এমনকি আপনি যদি অরিজিনাল ব্রান্ডের জোগার্স কেনেন তারপরও লোকে মনে করবে এটা ফেক কিংবা কপি। কারন মার্কেটে এগুলো এখন খুবই এভেলেবেল হয়ে গেছে। তাই সবসময় দামি ব্রান্ডের জোগার্স পরা থেকে বিরত থাকবেন।

চতুর্থত টেক্সট প্রিন্টেড, আপনি যদি টেক্সট প্রিন্টেড জোগার্স পরে থাকেন তবে নিজেই নিজের ফ্যাশন টাকে গলা টিপে শেষ করে ফেলছেন। এর কারন হলো আগের জোগার্স গুলোর মতো এই জোগার্স গুলো একটুও ক্লাসি হয় না। আর এটিতে নানা ধরনের লেখা থাকার কারনে এটি আপনার ওভারঅল লুকটাকে একদমই খারাপ করে দিবে। আর যদি আপনি আপনার ফ্যাশন টাকে ধরে রাখতে চান তবে এই ধরনের জোগার্স থেকে সব সময় দুরে থাকবেন। 

No-5: কোন জোগার্স গুলো কিনবেন?

সবসময় এক কালার বা, সলিড কালারের জোগার্স কেনার চেষ্টা করবেন। এবং আপনার জোগার্সের কালার হবে আমি আগে যে তিনটি কালার বলেছি সেগুলোর মধ্যে। এমনকি আপনার কাছে যদি সলিড কালারের জোগার্স থাকে তাহলে আপনি সিম্পল ডিজাইন ওলা জোগার্স কিনতে পারেন৷ কিন্তু সর্বদা সলিড কালারের জোগার্স প্রথমে থাকবে। 

No-5: Price Range

জোগার্স কেনার ক্ষেত্রে সবসময় ৪০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে জোগার্স কেনা উচিৎ। এর কারন হলো এই প্রাইজরেঞ্জের মধ্যে আমাদের দেশে ভালো কোয়ালিটির জোগার্স পাওয়া যায়। তবে আপনি যদি ৪০০ টাকার নিচে জোগার্স কেনেন তবে সেই জোগার্স গুলোর কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে। অন্য দিকে যদি ২০০০ টাকার বেশি দামে জোগার্স কেনেন তবে হতেপারে সে জোগার্সের কোয়ালিটি অনেক প্রিমিয়াম হবে কিন্তু প্রাইজ একটু বেশি হয়ে যাবে। যদি আপনার বাজেট থাকে তবে অবশ্যই কিনতে পারেন।

No-7: কোথা থেকে কিনবেন? 

আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অনলাইন অফলাইনে যেকোনো জায়গা থেকে জোগার্স কিনতে পারেন। তবে আমি আপনাকে সবসময় একটি ব্রান্ডের জোগার্স সাজেস্ট করি। এর কারন হলো ব্রান্ডের জোগার্স গুলোর কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম হয়। এখন আমি আপনাদের কে বাংলাদেশি সেরা ব্রান্ডের নাম বলছি Maverick, Infinity / Rich Man, Dorjibari, Gente Park, Country Boy, Fabrilife Etc. তবে আপনারা হয়তোবা Maverick ব্রান্ড টি খুজে নাও পেতে পারেন। আপনাদের বলে দেই Maverick এর সকল প্রকার কাপড় চোপড় Apex এর শো-রুমে পাবেন। এপেক্স মানে জুতার যে শো-রুম আছে সেটি। আপনি অবশ্যই লক্ষ করে থাকবেন Apex এর বড়ো বড়ো শো-রুম গুলোতে Apex এর আন্ডারওয়্যার পাওয়া যায়। আর সেই আন্ডারওয়্যার গুলো কিন্তু Apex এর না সেগুলো Maverick এর। আর যদি আপনি Apex এর বড়ো শো-রুমে যান তবে সেখানে জোগার্সও পাবেন। সেগুলোর প্রাইজ ৭০০ টাকার উপরে হয় ভ্যাট সহো। তবে আমি একটা সাজেশন দিতে চাই যেটি হলো Gente Park থেকে জোগার্স না কেনাই ভালো। প্রথমত Gente Park এর জোগার্স গুলোর প্রাইস অনেক হাই হয় যেমন ১৭৯০ কিংবা ১৮৯০ টাকা। তার সাথে আবার ভ্যাট যোগ হয়। অর্থাৎ সব মিলিয়ে সেটা ২০০০+ পড়ে যাবে। এমনকি Gente Park এর জোগার্স আমি নিজে ইউজ করার পর যেটা বুঝতে পেরেছি সেই জোগার্স গুলোর কোয়ালিটি ভালো তবে ততোটা না। তাই আপনি সেগুলো না কিনলেও পারেন আর আপনি যদি ৪০০-১০০০টাকার মধ্যে জোগার্স খোঁজেন তাহলে আপনি Dude Style / Fabrilife থেকে কিনতে পারেন।

No-8: Joggers Back Pocket

এমন অনেক জোগার্স রয়েছে যে জোগার্স গুলোর পিছনে কোন ব্যাক পকেট থাকে না। যেটা দেখতে একেবারে ভালোলাগে না। অন্যদিকে জোগার্সে যদি ব্যাক পকেট থাকে তাহলে সেটি আপনার জোগার্সে লুকটিকে আরও বেশি কুল বানিয়ে দেবে। দ্বিতীয়ত সেটাতে ওয়ালেটে কিংবা মানিব্যাগ ও রাখতে পারেন। যদি সামনের পকেটে মানিব্যাগ না রাখতে চান তবে অবশ্য ব্যাক পকেটওলা জোগার্স কিনবেন।

যাইহোক ওয়ালেট কিংবা মানিব্যাগ হলো এমন একটি আন্ডারেটেড এক্সেসরি যেটিকে কেউ তেমন পাত্তা দেয়না কিংবা গুরুত্ব দেয় না। কিন্তু একটি পারফেক্ট ওয়ালেট কিনতে হলে অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয় যেমন ওয়ালেটের সাইজ, কালার, সেপ, মেটেরিয়াল, টাইপ আরও অনেক কিছু। কাজেই আপনি যদি ওয়ালেট কিংবা মানিব্যাগ সম্পর্কে যাবতীয় জানতে চান এবং আপনার জন্য সেরা ওয়ালেট কিনতে চান তাহলে ওয়ালেট সম্পর্কে আমার একটি আর্টিকেল লেখা রয়েছে সেটি পড়ে নিতে পারেন।

সেরা ওয়ালেট কিংবা মানিব্যাগ কিভাবে চুজ করবেন?

2 thoughts on “কিভাবে নিজের জন্য একটি সেরা Joggers কিনবেন? How to buy best joggers for a men in 2022?”

  1. Vai barbar movie webside block hoche ki korbo bolen pleZ…
    Video dan taratari plez…🙏🙏🙏🙏😰😰😰😥😰😭😭

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top